দক্ষিণ আফ্রিকার ফ্রি এস্টেট প্রদেশের নিখোঁজ হওয়া ৩ জন পুলিশ সদস্য সহ ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঘাউটেং প্রভিন্সের এন-১ মহাসড়কের সেঞ্চুরিয়ান এলাকার হেন্নোপ নদী থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ এপ্রিল দেশটির ফ্রি স্টেট থেকে লিম্পোপু যাবার পথে নিখোঁজ হন ৩ পুলিশ সদস্য। ৬ দিন পর আজ পুলিশ উদ্ধারকৃত ৫ মরদেহের মধ্যে নিখোঁজ ৩ পুলিশ সদস্যের মরদেহ রয়েছে বলে ধারণা করেছিলেন। নিশ্চিত করতে তাদের পরিবারের সদস্যদেরকে মর্গে গিয়ে লাশ সনাক্ত করার পর পুলিশ কর্মকর্তা, কনস্টেবল কেমোগেটসওয়ে বয়েস, কনস্টেবল বোইপেলো সেনোগ এবং কনস্টেবল সেবেখুলু লিন্ডা তাদের মৃতদেহ নিশ্চিত করেছেন।
এদিকে, জাতীয় কমিশনার জেনারেল ফ্যানি মাসেমোলা নিশ্চিত করেছেন যে হেনপস নদী থেকে উদ্ধার হওয়া পাঁচটি মৃতদেহের মধ্যে ৩ জন নিখোঁজ এসএপিএস অফিসারও রয়েছেন।
এই ৩ পুলিশ সদস্যদের সন্ধান দিতে পারলে স্থানীয় মুদ্রায় সাড়ে তিন লক্ষ রেন্ট পুরস্কৃত করবেন বলে ২৭ এপ্রিল প্রিটোরিয়া এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি ম্যাসেমোলা।
তবে কিভাবে, কি কারণে তারা মারা গেছেন সে সম্পর্কে এখনো পুলিশ কোন তথ্য দিতে পারেনি।
একুশে সংবাদ//দ.আ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :