দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের মাফিকিং য়ের মারিছানি এলাকার ব্যবসায়ী সুলেমান হুদা নামে এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
গত ২৫ মার্চ সুলেমান হুদা ও তার বন্ধু সহ দোকানের মাল ক্রয় করতে গাড়ী চালিয়ে লেক্টেনবার্গের উদ্দেশ্যে যেতে থাকে। যাওয়ার সময় পথে মধ্যে একদল ডাকাত তার গাড়ি গতিরোধ করে ৩ রাউন্ড গুলি করে। এসময় একটি গুলি তার কিডনিতে আঘাত করে আটকে যায়। স্থানীয় একটি হাসপাতাল থেকে পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য ক্লার্কসডর্প সেবকেঙ্গ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তার শরীরে তিন দফায় অস্রপাচার করা হয়। অবশেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
নিহত সুলেমান হুদা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের বাসিন্দা। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ//দ.আ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :