সংসদে বিরোধী দলের কথা বলার অধিকার আছে, প্রয়োজনে তারা সরকারের সমালোচনা করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবির পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
বিরোধী দলের ভূমিকা কী হবে, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সমালোচনা করার জন্য বলেছেন। তারা প্রয়োজনে সরকারের সমালোচনা করবেন। এখানে বিভ্রান্তির কিছু নেই।
বিরোধী দলের সংখ্যা একেবারেই নগণ্য প্রশ্নে তিনি বলেন, স্বাধীনতার পর কয়জন ছিলেন, সুরঞ্জিত সেন গুপ্ত। ওই একজনই সংসদ মাতিয়ে তুলেছিলেন। বিরোধী দলের কথা বলার অধিকার আছে। তারা যেটা ইচ্ছা পোষণ করবেন, সেটা বলবেন। সেটা নিয়ে আমার মন্তব্য করার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, বিরোধী দল মানে বিরোধী দল, তারা সমালোচনা করতে পারবেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

