সমৃদ্ধ সুষম গাজীপুর গড়ার স্লোগান দিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আজমত উল্লা খান ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (২১ মে) সকালে নগরের প্রকৌশলী ভবনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
আজমত উল্লা খান তার ইশতেহারে নগরের জলাবদ্ধতা ও যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা-খাল-নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং বর্জ্য ব্যবস্থাপনা করার পরিকল্পনার কথা জানান।
তিনি দুর্নীতিমুক্ত স্মার্ট নগর গঠনে সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের কথাও বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপন, আলিমুদ্দিন বুদ্দিনসহ নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :