ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট এ্যাওয়ার্ড এন্ড গিফট আইটেম ব্যবসায়ী সমিতি নির্বাচন ২০২২-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ই আগষ্ট ) ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট এ্যাওয়ার্ড এন্ড গিফট আইটেম ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে দুটি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী রয়েছে। প্রতিটি প্যানেলে রয়েছে ১৫ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ০৩ জন। মোট ভোটার সংখ্যা ২৩৫ জন।
একুশে সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন, দুই প্যানেলের সভাপতি প্রার্থী মোঃ কাওসার হোসেন টিটু (আনারস মার্কা) ও মোঃ আব্দুল কুদ্দুস শফিক (চেয়ার মার্কা), সাধারণ সম্পাদক প্রার্থী অমূল্য কুমার ঘোষ (বাঘ মার্কা) ও এস এম মাহবুব আলম (হাতি মার্কা), সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ ইউনুস হাওলাদার(মই মার্কা) ও মোঃ মহসিন রেজা (রিক্সা মার্কা), সহ-সভাপতি প্রার্থী মোঃ আলমগীর হোসেন (প্রজাপতি মার্কা), সহ-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন (মোমবাতি মার্কা), যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী কে এম রাইসুল ইসলাম মানিক (গরুরগাড়ী মার্ক), কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ আব্দুর রহমান (বাইসাইকেল মার্কা), দপ্তর সম্পাদক প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (টিউবয়েল মার্কা) ও এ বি রশিদ বাবুল (তালাচাবি মার্কা), ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মোঃ আমিরুল ইসলাম বাহার (ফুটবল মার্কা), ব্যাবসা বিষয়ক সম্পাদক প্রার্থী মোঃ মাসুদ হাওলাদার (ঘুড়ি মার্কা) ও কাজী জাহিদ মনির (হাঁস মার্কা), কার্যনির্বাহী সদস্য প্রার্থী মোঃ খোরশেদ আলম (উড়োজাহাজ মার্কা)।
প্রার্থীরা বলেন, খুবই সুন্দর আনন্দ উল্লাসের মধ্যে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা খুবই আনন্দমুখর পরিবেশে তাদের স্বাচ্ছন্দ্যের প্রার্থীকে ভোট দিচ্ছে।
তারা আরও বলেন, আমরা সবাই ভাই ভাই, একই পরিবারের মত। এই নির্বাচনে যারাই জয়ী হই না কেন! সবাই আমরা এক সাথে মিলেমিশে এই মার্কেটের উন্নয়নে কাজ করে যাব।
ভোটাররা বলেন, আজকের এই নির্বাচনে যারাই জয়ী হোক না কেন, তারা সবাই যেন এই মার্কেটের উন্নয়ন কাজ করে।
একুশে সংবাদ/রাফি/বাবু/এস.আই
আপনার মতামত লিখুন :