AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৫৬ পিএম, ২৭ আগস্ট, ২০২৩
আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

পশ্চিমবঙ্গের দত্তপুকুরে এক আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

 

ধারনা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, ওই এলাকার কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকর্মীদের বলেছেন, দত্তপুকুরের নীলগঞ্জ এলাকায় সকাল ১০টা ৪০মিনিটের দিকে একটি দোতলা বাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বাড়িতে একটি আতশবাজির অবৈধ কারখানা ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

 পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণ

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের আঘাত এতটাই প্রবল ছিল যে ওই সময় কারখানায় কর্মরত শ্রমিকদের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আশপাশে। যে বাড়িতে বাজি তৈরি হতো, সেই বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে ছাদ। বাড়ির কংক্রিটের পিলারও ভেঙে পড়েছে।

 

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা ১০ পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা তার।

 

একুশে সংবাদ/ই.ফ.প্র/জাহা

Link copied!