AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে সেনা মোতায়েন করবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৮ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে সেনা মোতায়েন করবে

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যৌথভাবে সেনা মোতায়েন করার জন্য গাম্বিয়ার প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গণভবনে গাম্বিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী  ড. মামাদউ টাঙ্গারা সে দেশের প্রেসিডেন্টের এ সংক্রান্ত একটি অনুরোধ পত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করার পর তিনি নীতিগতভাবে সম্মতি দেন।

 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

 

একটি উপযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি ও গাম্বিয়ান বাহিনীকে যৌথভাবে মোতায়েন করার প্রস্তাব দিয়েছে গাম্বিয়া।

 

জবাবে জাতিসংঘের অনুমোদন সাপেক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা মোতায়েন করার প্রস্তাবটি অনুসরণ করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রস্তুত করতে বলেন প্রধানমন্ত্রী।

 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী  প্রেরণকারী দেশ বলেও বৈঠকে উল্লেখ করেন শেখ হাসিনা।

 

সফররত গাম্বিয়ান মন্ত্রী বিশ্বশান্তি বজায় রাখতে বাংলাদেশের অবদানের এবং কৃষি খাতে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

 

জবাবে প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য গাম্বিয়ার বিস্তীর্ণ জমিতে যৌথভাবে চাষাবাদ করতে বাংলাদেশি জনশক্তি ও প্রযুক্তি গাম্বিয়ায় স্থানান্তরের প্রস্তাব করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ খাদ্যে উতপাদনে যথেষ্ট সফলতা পেয়েছে।

 

প্রধানমন্ত্রী বলেন, কৃষিজমি হ্রাসের প্রবণতা সত্ত্বেও গবেষণায় জোর দেয়ার ফলে  বাংলাদেশকে খাদ্য উৎপাদনে একটি স্বনির্ভর দেশে পরিণত করতে সক্ষম হয়েছে তার সরকার।

 

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য  গাম্বিয়ান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ মানবিক কারণে  রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং  তার সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা করছে।

 

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী Sering Modou,বাংলাদেশের সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন,সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের  সচিব মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ.কম/ন.প্র/জাহাঙ্গীর

Link copied!