বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সদস্য এবং দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আব্দুল্লাহ`র মাতা হাফিজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাফিজা বেগম প্রায় দেড় বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, ৩ ছেলে, ৬ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেলে যশোরের মণিরামপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মতিন আব্দুল্লাহ`র মাতা হাফিজা বেগমের মৃত্যুতে বিএসআরএফ’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিএসআরএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ/আ.জ.প্র/আ.হ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

