বৈশাখী ঝড়
মো. নুরুজ্জামান সবুজ
গগনজুড়ে কালো মেঘের
ভীষণ ঘনঘটা
বিজলী জ্বেলে খিজলি করে
ভয়াল ঝড়ের ছটা।

ঘুমটা খুলে অশনি ঝঞ্ঝা
হুংকার দিয়ে কয়
বহ্নি বাতাস ঘূর্ণি তুলে
উল্কার বেগে বয়।
বৈশাখী ঝড় দানব আমি
কড় কড় করে উঠি
আমার ছোঁয়া পেয়ে অনেক
নগর পড়েছে লুটি।
একুশে সংবাদ/ এসএডি