AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মীর মশাররফ হো‌সেন পদক ও সম্মাননা পা‌চ্ছেন ১০ জন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪২ পিএম, ২০ মে, ২০২৩
মীর মশাররফ হো‌সেন পদক ও সম্মাননা পা‌চ্ছেন ১০ জন

রাজবাড়ী‌তে ২৬ ও ২৭ মে অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে দুই দিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন-২০২৩। এ উপলক্ষে ২০২২ ও ২০২৩ সা‌লে শিল্প, সা‌হিত্য ও সংস্কৃ‌তি‌তে বি‌শেষ অবদান রাখায় ১০ জন‌কে মীর মশাররফ হোসেন পদক ও সম্মাননা দেওয়া হবে।

 

শুক্রবার (১৯ মে) মীর মশাররফ হোসেন স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি সালাম তাসির ও সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম এতথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

 

রাজবাড়ীর শিল্পকলা একাডে‌মি‌তে এ সাহিত্য সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌বে।

 

২০২২ সা‌লের মীর মশাররফ হোসেন সা‌হিত্য পদকের জন্য পাঁচজন মনোনীত হ‌য়ে‌ছেন। তারা হলেন কাব্যসা‌হি‌ত্যে ড. আসরফী খাতুন (ভারত) ও শিশুসা‌হি‌ত্যে হাসনাত আমজাদ। একই সা‌লে মীর মশাররফ হো‌সেন সম্মাননায় ম‌নোনীত হ‌য়ে‌ছেন কাব্যসা‌হি‌ত্যে শরীফ কায়‌কোবাদ, ফারহানা জাহান মি‌নি ও সংগী‌তে শা‌হিনুর বেগম প‌পি।

 

২০২৩ সা‌লে মীর মশাররফ হোসেন সা‌হিত্য পদকের জন্যও পাঁচজন‌কে মনোনীত করা হ‌য়ে‌ছে। তারা হ‌লেন কথাসা‌হি‌ত্যে র‌ফিকুর রশীদ ও কাব্যসা‌হি‌ত্যে ওবা‌য়েদ আকাশ। একই সা‌লে মীর মশাররফ হো‌সেন সম্মাননায় ম‌নোনীত হ‌য়ে‌ছেন লিটল ম্যাগাজিনে আনোয়ার কামাল, নাট্যসা‌হিত্য ও শিশুসংগঠক হিসেবে ম. নিজাম এবং কাব্যসা‌হি‌ত্যে শাহ মুজতবা রশীদ আল কামাল।

 

মীর মশাররফ হোসেন স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি সালাম তাসির জানান, ‌ম‌নোনয়ন ক‌মি‌টির মাধ্যমে এ ১০ জন‌কে ম‌নোনীত করা হ‌য়ে‌ছে।

 

২৬ মে বিকেলে উদ্বোধনী দি‌নে থাক‌ছে আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান। স‌ম্মেল‌নের দ্বিতীয় ও শেষ দি‌নে থাক‌ছে ভারতসহ দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে আগত ক‌বি‌দের স‌ম্মেলন, ক‌বিতা পাঠের আসর, পদক ও সম্মাননা প্রদান। এতে প্রধান অতি‌থি হিসেবে উপস্থিত থাক‌বেন একু‌শে পদকপ্রাপ্ত কবি অ‌সিম সাহাসহ বি‌শিষ্টজ‌নেরা।

 

 একুশে সংবাদ.কম/জা/বিএস

Link copied!