AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৫তম জাতীয় কবিতা উৎসব ১-২ ফেব্রুয়ারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪০ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৩
৩৫তম জাতীয় কবিতা উৎসব ১-২ ফেব্রুয়ারি

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর শুরু হতে যাচ্ছে ৩৫তম জাতীয় কবিতা উৎসব।

 আগামী ১ ও ২ ফেব্রুয়ারি এ উৎসব শুরু হবে বলে জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর কবিতা উৎসবের স্লোগান ‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’। বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ উৎসবের আয়োজন করা হবে। ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের কবিরা উৎসবে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। বক্তব্য দেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত, কবিতা উৎসবের আহ্বায়ক শিহাব সরকার, পরিষদের নেতা আমিনুর রহমান সুলতান, আসলাম সানী, নাসির আহমেদ, কাজল বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

 

একুশে সংবাদ.কম/কা.বে/সা’দ

Link copied!