AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মস্তিষ্ক সক্রিয় রাখে যে যে খাবার


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১১:১৯ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
মস্তিষ্ক সক্রিয় রাখে যে যে খাবার

ব্রেইন বা মস্তিষ্ক সুস্থ রাখার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট,এন্টিঅক্সিডেন্টস ও ভিটামিন দরকার। এসব উপাদান পাওয়া যায় যেসব খাবারে এবং  ব্রেইন স্টিমোলেইট করে যে যে  খাবার সেসব খাবার সম্পর্কে জানাচ্ছেন নিউট্রিশনিষ্ট চামিলি জান্নাত ।

১.মিষ্টিকুমড়ার বিচি যা এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং (এতে আছে মেগনেসিয়াম, আয়রন,কপার যা খুবই দরকার ব্রেইনকে সচল রাখতে)।

২. চর্বিযুগ্ত মাছ (ওমেগা-৩): ছুরি, ভেটকি, আইর,বাগদা চিংড়ি, ইলিশ, রুই,কাতলা,মাগুর, কই, লইট্যা, চাপিলা ইত্যাদি।


৩। সিদ্ধ ডিম : ভিটামিন,বি-৬,বি-১২ ও ফলেট সমৃদ্ধ যা ব্রেইনের সুস্থতায় প্রয়োজন।

৪। ডার্ক চকলেট : কোকোয়া সমৃদ্ধ ডার্ক চকলেট। এতে থাকা কোকোয়াতে ফ্লেভোনয়েডস ব্রেইনকে রিলাক্সেশন দেয়৷

৫। বাদাম : হেলদি ফেট, ভিটামিন-ই ও এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। (প্রতিদিন ১/২ বা ১ কাপ)

৬। গ্রীন-টি: ব্রেইনকে বুস্টিং করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!