AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেয়েদের কেন স্বপ্নদোষ হয়, জেনে নিন


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৫:২৮ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২২
মেয়েদের কেন স্বপ্নদোষ হয়, জেনে নিন

 

স্বপ্নদোষের ক্ষেত্রে রাতে ঘুম ভেঙে যায় ৷ অন্তর্বাস, নিম্নাঙ্গের পোশাক তো বটেই ৷ অনেক সময় ভিজে যায় বিছানার চাদরও৷ কৈশোরেই এই বিভ্রাট বেশি হয় ৷ দেখা দিতে পারে জীবনের পরবর্তী সময়েও ৷ অনেক সময় আদি রসাত্মক স্বপ্নের জেরে পুরুষদের বীর্যপাত হলে তাকে স্বপ্নদোষ বা ইংরেজিতে ‍‍`wet dream‍‍` বলা হয় ৷

 

শুধু পুরুষদের নয় ৷ মহিলারাও এই সমস্যার শিকার হতে পারেন ৷ ঘুমের মধ্যে স্বপ্নে যৌন সঙ্গম দেখে ভ্যাজাইনাল ডিসচার্জ হয় ৷ ঘুমের মধ্যে যৌন ক্রীড়া দেখলে মস্তিষ্ক আপনার স্নায়ুতে সঙ্কেত পাঠায় ৷ ঘুমের মধ্যে অবচেতনে মনে হয় যেন হয় আপনি নিজেই যৌন সঙ্গম করছেন ৷

 

বিশেষজ্ঞের মত, মস্তিষ্কের এই সঙ্কেতের ফলে ভ্যাজাইনাল ওয়ালে রক্তপ্রবাহ বেড়ে যায় ৷ কখনও কখনও এর ফলে অর্গ্যাজমও হতে পারে ৷ তবে সব সময় যে অর্গ্যাজম হবেই, তার কোনও নিশ্চয়তা নেই৷

 

অর্গ্যাজমের পরিবর্তে যৌন আর্দ্রতায় ভিজে যায় অন্তর্বাস ৷ সাধারণত কৈশোরকালীন এই সমস্যা বয়স বাডা়র সঙ্গে সঙ্গে কমে যায় ৷ এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন হওয়ারও কিছু থাকে না সাধারণত ৷

 

যৌনতা নিয়ে অতিরিক্ত চিন্তা, হরমোনগত পরিবর্তনের জন্য বয়ঃসন্ধিতে এই সমস্যা দেখা দিতে পারে ৷ এর সঙ্গে কোনও শারীরিক অস্বস্তি বা অন্য সমস্যা জড়িয়ে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন ৷

 

ঘন ঘন স্বপ্নদোষের হার কমাতে কিছু ঘরোয়া উপায়ও আছে ৷ মেডিটেডিং বা অন্য কোনও রিল্যাক্সেশনের দ্বারস্থ হতে পারেন ৷ যদি অস্বস্তিতে পড়েন, তাহলে পরামর্শ নিতে পারেন মনোবিদ বা সেক্সোলজিস্টের ৷

 

সকলের জীবনেই যে স্বপ্নদোষ আসবে, তার কোনও মানে নেই ৷ তবে এলেও একে বিকৃতি বলে ভাবার কিছু নেই ৷ কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তনের একটি অঙ্গ বলেই ধরে নিতে হবে ৷

 

একুশে সংবাদ.কম/জ.হা

Link copied!