AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সময়ের আগেই সন্তান ধারণের কথা ভাবলে হতে পারে ভয়ঙ্কর ফল


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৫:৩১ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২২
সময়ের আগেই সন্তান ধারণের কথা ভাবলে হতে পারে ভয়ঙ্কর ফল

সময়ের আগেই শিশুর জন্ম, বিষয়টি সবসময়ই দুশ্চিন্তার। সময়ের আগেই শিশুর জন্ম হলে তাঁদের বিকাশ হয় না। গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যে বাচ্চার জন্ম হয়, তাঁকে প্রি-ম্যাচিওর বেবি বলে। প্রিটার্ম বার্থ বা অকাল জন্মের জন্য বেশ কয়েকটি ঝুঁকির কারণ রয়েছে। যেগুলিকে গবেষকরা এখনও শনাক্ত করতে পারেননি।

 

মহিলাদের অকাল প্রসব বা জন্মের জন্য উচ্চ ঝুঁকিতে রাখে নিম্নলিখিত কারণগুলি:

 

১) যে মহিলারা প্রসবের সময়ের আগে প্রসব করেছেন বা যাঁরা আগে প্রিটার্মpregn প্রসবের অভিজ্ঞতা পেয়েছেন, তাঁদের অকাল প্রসব এবং জন্মের জন্য উচ্চ ঝুঁকির থাকতে পারে

 

২) যমজ, ত্রিপল, বা আরও বেশি "একাধিক গর্ভাবস্থা" হলে উচ্চ ঝুঁকি থাকতে পারে। একটি সমীক্ষায় দেখা গেছে যে যমজ জন্মের সময় ৫০% ক্ষেত্রে এই ঝুঁকি থেকে যেতে পারে।

 

৩) প্রজনন অঙ্গের কিছু অস্বাভাবিকতা হলে অকাল প্রসব এবং জন্মের জন্য বেশি ঝুঁকিতে থাকে।

 

৪) অ্যামিনিয়া থাকলে হতে পারে এই সমস্যা।

 

৫) উচ্চ রক্তচাপ এই ঝুঁকির কারণ হতে পারে।

 

৬) মূত্রনালীর সংক্রমণ বা UTI হলে সমস্যা বাড়ে।

 

৭) পেটে আঘাত বা প্ল্যাসেন্টার ক্ষতি হলে সমস্যা বাড়বে।

 

৮) IVF এর দ্বারা গর্ভধারণ করলেও সময়ের আগে প্রসবের সম্ভাবনা থাকে

 

৯) ধূমপান বা মাদকদ্রব্যে লিপ্ত হলে হবু মায়ের অনেক সমস্যা তৈরি হতে পারে।

 

১০) শারীরিক, যৌন বা মানসিক নির্যাতন হলে এই ঝুঁকি নেওয়াটা স্বাভাবিক।

 

একুশেসংবাদ.কম/জা.হা

Link copied!