রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর শাখা জামায়াতের মিছিল শেষে গ্রেফতার চার কর্মীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও গ্রেফতার হওয়া অপর পাঁচ আসামিকে একই মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শফিক হোসেন, রফিকুল ইসলাম, শামসুল হুদা সাইফুল ও আজহার মাহমুদ।
এদিন তাদের আদালতে উপস্থিত করে সাত দিনের পুলিশ রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
এছাড়াও কারাগারে পাঠানো পাঁচ আসামি হলেন- খালেদ সাইফুল্লাহ, ইউসুফ আলী, দেলোয়ার হোসেন, নুরুন্নবী প্রামাণিক ও মাকছুদুর রহমান।
জানা যায়, গত শনিবার সরকারের পদত্যাগ ও জামায়াত আমিরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিল শেষে ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :