বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৯ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন শুরু ও শেষ সময়:
প্রার্থীরা আগামী ১ জুন থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পরীক্ষা পদ্ধতি:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ ভিত্তিক প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র জমার ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
স্বাস্থ্য খাতের শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ বিসিএসটি আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ / চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

