AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল হামাস, ফিলিস্তিনিদের উচ্ছ্বাস


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০২ এএম, ৭ মে, ২০২৪
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল হামাস, ফিলিস্তিনিদের উচ্ছ্বাস

হামাস সোমবার বলেছে, তারা মিসর ও কাতারের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। খবর আল জাজিরার।

 

গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তাদের প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিসরের গোয়েন্দা প্রধানকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, তারা কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন। ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া মূল্যায়ন করতে ওয়াশিংটনের কত সময় লাগবে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে তিনি বলেছেন, সিআইএ পরিচালক বিষয়টি নিয়ে কাজ করছেন। চুক্তি চূড়ান্ত করতে সিআইএ পরিচালক উইলিয়াম জে বার্নস শুক্রবার থেকে মধ্যপ্রাচ্যে রয়েছেন।

মিলার বলেন, এটি এমন একটি বিষয়, বাইডেন প্রশাসনের প্রত্যেকের কাছে এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সবাই বিষয়টিতে নজর রাখছেন।  

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় বসবাসকারী বেসামরিক মানুষদের শহরটির একটি অংশ খালি করে দিতে নির্দেশ দিয়েছে। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ফিলিস্তিনিরা।

৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ৩৪ হাজার ৭৩৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৭৮ হাজার ১০৮ জন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!