AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজারে এসেছে শাওমির নতুন স্মার্টফোন


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২:৪৭ পিএম, ১৯ অক্টোবর, ২০২৩
বাজারে এসেছে শাওমির নতুন স্মার্টফোন

কোন উৎসব উপলক্ষে নতুন কিছু পেলে সবার আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।আর তাই গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি দুর্গা পূজার ঠিক আগেই বাংলাদেশে নিয়ে এসেছে এর বেশ কিছু নতুন ডিভাইস।পূজার আমেজকে আরও বাড়িয়ে তুলতে, শাওমি এনেছে এর নতুন দুটি স্মার্ট ফোন রেডমি১২সি এবং রেডমি এটু প্লাস।

 

রেডমি১২সি স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিওজি৮৫ অক্টাকোর প্রসেসর।এর ডিসপ্লেটি হলো৬.৭১ইঞ্চির একটি এইচডি+ ডিসপ্লে।মূল্য ছাড়ের পর স্মার্টফোনটির ৪জিবি+৬৪জিবি মডেল ১১,৯৯৯টাকায়, ৪জিবি+১২৮জিবি মডেল ১২,৯৯৯ টাকায়, এবং৬জিবি+১২৮জিবি মডেল১৩,৯৯৯টাকায় পাওয়া যাচ্ছে।

 

এছাড়া সম্প্রতি রেডমি এটু প্লাস নামে নতুন স্মার্ট ফোন বাজারে এনেছে শাওমি বাংলাদেশ।ফোনটিতে আছে দুটি ভেরিয়েন্টে।সব ধরনের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ফোন দেয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই স্মার্ট ফোনটি।রেডমি এটু প্লাস এর ৩জিবি+৬৪জিবি মডেলটির দাম ৯,৯৯৯টাকা এবং ৪জিবি+৬৪জিবি মডেলটির দাম ১০,৯৯৯ টাকা।

 

শাওমির এই সকল ডিভাইস গ্রাহকদের জন্য এখন পাওয়া যাচ্ছে দেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং অন্যান্য রিটেইল চ্যানেলে।

একুশে সংবাদ/স ক 

Link copied!