AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারাদেশে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪০ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সারাদেশে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৩৩ জন রোগী  হাসপাতালে ভর্তি হয়েছে।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে তিন হাজার ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতে ৮০১ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ২৩২ জন।


গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট তিন হাজার ৩৩৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯৬৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে দুই হাজার ৩৭৩ জন ছাড়পত্র পেয়েছেন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নয় জন ঢাকাতে এবং ১০ জন ঢাকার বাইরে মারা যান।


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৬১২ জন এবং ঢাকার বাইরে ৩১৬ জন।


চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৭৫৮ জন। এরমধ্যে ঢাকাতে ৭৯ হাজার ৭১৬ জন ও ঢাকার বাইরে এক লাখ ১১ হাজার ৪২ জন।


চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৭৯ হাজার ৬৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৭৫ হাজার ৪৮২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল এক লাখ চার হাজার ২০১ জন ছাড়পত্র পেয়েছেন।


বর্তমানে সারা দেশে মোট ১০ হাজার ১৪৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে তিন হাজার ৬২২ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ৫২৫ জন।


এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৪ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার পাঁচ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।


গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!