AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

করোনায় বেড়েছে মৃত্যু, ঢাকায় ৮ জন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৯ পিএম, ৪ জুলাই, ২০২২
করোনায় বেড়েছে মৃত্যু, ঢাকায় ৮ জন

 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ।

 

সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ১২ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৭৪ জন।

 

এদিকে করোনায় আক্রাক্ত হয়ে গত এপ্রিল ও মে মাসে মারা ৯ জন। তবে জুন মাসে মৃত্যুর সংখ্যা দ্বিগুন হয়ে ১৮ জনে পৌছায়। তাছাড়া চলতি মাসে এখন পর্যন্ত ২৫ জন মারা যায়।

 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন  ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৮২৮টি আর নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮৪২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

 

এ সময় ঢাকা বিভাগে আক্রান্ত হয় ১ হাজার ৮৩৩ জন আর ঢাকা মহানগরে আক্রান্ত হয় ১ হাজার ৫৭৭ জন। ঢাকা মহানগরে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৮ জন, আর ঢাকার বাহরিরে কিশোরগঞ্জে মারা যায় ১ জন।

 

অন্যদিকে চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয় ২২১ জন আর মারা যায় ১ জন। এছাড়া ময়মনসিংহে ১ জন, যশোরে ১ জন।

 

দেশে গত ১৬ জুন থেকে করোনা সংক্রামণ নিরাপদ সীমা অতিক্রম করতে শুরু করে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী করোনার কোনো ঢেউ চলার সময় শনাক্তের হার পরপর দুই সপ্তাহ যদি ৫ শতাংশের নিচে থাকে, তাহলে সেই ঢেউ নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা যাবে। বিপরীত দিক দিয়ে করোনা নিয়ন্ত্রণে থাকার অবস্থায় পর দুই সপ্তাহ শনাক্তের হার ৫ শতাংশের বেশি হলে করোনার পরবর্তী ঢেউ ছড়িয়ে পড়েছে বলে ধরা হবে।

 

একুশে সংবাদ.কম/জা.হা

 

Link copied!