বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের তিনটি বিভাগ— ঢাকা, খুলনা ও বরিশালে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত ও জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
এতে জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কিছু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।
সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে বায়ুচাপের তারতম্যের কারণে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এ প্রবণতা সারা সপ্তাহ ধরে থাকতে পারে।
একুশে সংবাদ/স.ট/এ.জে