বৈশাখের শেষ দিনে তীব্র গরমে নাকাল জনজীবন। এরই মধ্যে দেশের একাধিক অঞ্চলে ঝড় ও বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ (বুধবার) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সকাল থেকে পরবর্তী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে আরও ১৬টি জেলায় বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ এসব এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জরুরি পরামর্শ:
১. বজ্রপাতের সময় ঘরের ভেতর থাকুন
২. দরজা-জানালা বন্ধ রাখুন
৩. অপ্রয়োজনে বাইরে বের হবেন না
৪. গাছের নিচে আশ্রয় না নেওয়ার অনুরোধ
৫. জলাশয়ের কাছ থেকে সরে আসুন
৬. বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন
৭. কংক্রিটের মেঝেতে না শোওয়ার পরামর্শ
৮. বজ্রঝড় চলাকালীন কংক্রিটের দেয়ালে না হেলানো
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন
১০. শিলাবৃষ্টির সময় ঘরের নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন
একুশে সংবাদ/ আ.ট/এ.জে