AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেতারে ইউসুফের প্রথম সুরেই গাইলেন ঝিলিক


Ekushey Sangbad
বিনোদন প্রতিবেদক
১২:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৩
বেতারে ইউসুফের প্রথম সুরেই গাইলেন ঝিলিক

বেশ কিছুদিন আগেই বাংলাদেশে বেতারের তালিকাভুক্ত সুরকার হয়েছেন বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ইউসুফ আহমেদ খান। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিক ইউসুফের ভীষণ পছন্দের একজন শিল্পী। যে কারণে ইউসুফের নিজস্ব ইউটিউব চ্যানেলে যখন ইউসুফ তার সুরে ‘আমার মনে’ গানটি করেছিলেন। তখন দ্বৈত শিল্পী হিসেবে ইউসুফ ঝিলিককেই গানটি গাইবার সুযোগ করে দিয়েছিলেন।

আবার কিছুদিন আগে যখন ইউসুফ বেতারের জন্য প্রথম কোনো গানের সুর করলেন তখনও তিনি দ্বৈত শিল্পী হিসেবে ঝিলিককেই বেছে নিলেন। আহসান হাবিব বাপ্পীর কথায় ‘মন বলে কিছু নেই’ শিরোনামের একটি গানের সুর সঙ্গীত করেছেন ইউসুফ আহমেদ খান। সেই গানটিতেও সহশিল্পী হিসেবে ইউসুফ ঝিলিককে নিয়েছেন। এরইমধ্যে গানটির পুরো কাজ শেষ করে বেতারেস জমা দিয়েছেন ইউসুফ।

ইউসুফ আহমেদ খান বলেন, ‘বাংলাদেশ বেতার এবং আমার কাজের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার উপর আস্থা রাখার জন্য। বেতারের জন্য প্রথম সুর করা আমার জন্য ছিলো একটি বেশিই চ্যালেঞ্জিং। সেইসাথে যেহেতু এটি দ্বৈত গান ছিলো, তাই সহশিল্পী নির্বাচনে আমি একটু বেশিই সচেতন ছিলাম। ঝিলিক যেহেতু এর আগে আমার সঙ্গে আমার চানেলের জন্য দ্বৈত গান করেছে এবং তার সম্পর্কে আমি বেশ ভালোভাবেই জানি, বুঝি-তাই বেতারের গানেও সহশিল্পী হিসেবে আমি তাকে নিয়েই গানটি করেছি। গানটি যারাই শুনেছেন তারাই বেশ ভালো বলেছেন। গানটির কথা ও সুর মুগ্ধ করেছে। ধন্যবাদ গীতিকারের প্রতিও সুন্দর কথার গান লেখার জন্য।’

ঝিলিক বলেন,‘ ইউসুফ ভাই বাংলাদেশের এই প্রজন্মের একজন মেধাবী শিল্পী। তার কন্ঠ আমাকে যেমন মুগ্ধ করে, ঠিক তার বিনয়, আমার প্রতি বড় ভাই হিসেবে কেয়ারিং এবং সবসময় খোঁজ খবরে রাখা আমাকে মুগ্ধ করে। এর আগেও তার সঙ্গে গান করেছি। এবার বেতারে তার সুরে গান করেছি। গানটির সুর কী যে অদ্ভূত সুন্দর তা বলে বুঝানোর মতো নয়। আশা করছি গানটি সবার ভালোলাগবে। ধন্যবাদ ইউসুফ ভাইকে সবসময় আমাকে সাথে রাখার জন্য, সহযোগিতা করার জন্য।’

গানটি এরইমধ্যে বাংলাদেশ বেতারে প্রচার শুরু হয়েছে।

একুশে সংবাদ/এসআর

Link copied!