দেখতে দেখতে প্রায় দিন এসেই গেল। ৫,৪,৩,২... এই ভাবেই যেন সময় গুনছেন তাঁরা। আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। আর কিছু দিন পরেই চলে আসবে আলিয়া-রণবীরের প্রথম সন্তান। এই কাউন্টডাউন অবশ্য শুধুই রণবীর-আলিয়া ভক্তদের নয় তাঁদের অনুরাগীদেরও। কিছু দিন আগে চিকিৎসকেরা জানিয়েছিলেন, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে যে কোনও সময় প্রসববেদনা উঠতে পারে আলিয়ার। কিন্তু তারিখটা কবে? সেই দিন জানার আগ্রহ অনেক দিনের। এ বার সামনে এল সেই দিন। বলি পাড়ার খবর, ২৮ নভেম্বরের আগে পরেই ভূমিষ্ঠ হবে ‘রণলিয়া’র সন্তান।
আলিয়ার দিদি শাহীন ভট্ট। তাঁর জন্মদিন ২৮ নভেম্বর। হবু মাসির জন্মদিনের আগে বা পরেই হবে খুদের জন্মদিন। এমনটাই আশা করছেন নায়িকার দিদি। সূত্র বলছে এমনটাই। যদিও কপূর এবং ভট্ট পরিবারের মুখে কুলুপ। শুধুই এখন নতুন অতিথির আগমনের জন্য ব্যস্ততা তুঙ্গে।
একুশে সংবাদ/ আ.বা/ রখ
আপনার মতামত লিখুন :