AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিওয়ালিতে উষ্ণতা ছড়িয়ে কী বার্তা অভিনেত্রী দেবলীনার?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:০৬ পিএম, ২৫ অক্টোবর, ২০২২
দিওয়ালিতে উষ্ণতা ছড়িয়ে কী বার্তা অভিনেত্রী দেবলীনার?

কালীপুজো এবং দিওয়ালির আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় চর্চায় বিনোদন জগতের তারকাদের দীপাবলি পার্টি থেকে পোশাক, সাজগোজ। শুধু বলিউড নয়, নেটিজেনদের নজর কেড়েছেন টলিপাড়ার সেলেবরাও। এই যেমন দেবলীনা দত্ত। দীপোৎসবে হট ড্রেস পরা ফটোশুটের ছবি পোস্ট করে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর তারপর থেকেই চর্চায় টলিউডের অভিনেত্রী।

 

তিনি যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, অফ শোল্ডার একটা গ্লিটারি গাউন পরেছেন দেবলীনা। হাই কাট স্লিট থেকে বেরিয়ে আছে উরু। পায়ে ট্যান রঙের বুট। খোলা চুলে এসে পড়েছে লাল আলো, ঠোঁটে লাল গ্লস লিপস্টিক। কালো কাজলে গভীর হয়েছে চোখের চাহনি। হাতে ফুলের আকারের আংটি।

 

ছবিটি পোস্ট করে দেবলীনা লিখেছেন, “আলো আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। তবে এ আনন্দকে শব্দহীন করে তুলুন।” অর্থাৎ শব্দবাজি থেকে বিরত থাকার পরামর্শই দিয়েছেন বাঙালি অভিনেত্রী। তাঁর এই পোস্টের পর থেকেই লাইকের বন্যা। অনেকে মজা করে লিখেছেন, ‘জানি না আলো জীবনে আনন্দ নিয়ে আসবে কি না, তবে এই ছবি নিয়ে অনেক কোলাহল তৈরি হবে বইকী।’ অনেকেই আবার পালটা তাঁকে দিওয়ালি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন।

একুশে সংবাদ/ স.প্র/ রখ