AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিপনেক ব্লাউজ ও পাতলা নীল শাড়িতে বোল্ড লুকে তাক লাগালেন মিঠাই


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫০ পিএম, ৪ অক্টোবর, ২০২২
ডিপনেক ব্লাউজ ও পাতলা নীল শাড়িতে বোল্ড লুকে তাক লাগালেন মিঠাই

মিঠাই রানির জনপ্রিয়তার (Mithai) কথা তাঁর দর্শকদের নতুন করে বলে দিতে হবে না। এই মিঠাই সুন্দরী সবার কাছে এতটাই প্রিয়। তাঁর হাসিখুশি এই মুখ সব সময় মাতিয়ে রাখে টেলিভিশিনের দর্শকদের।

 

অনুরাগীরা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়। শাড়ি পরে খুবই সুন্দর দেখাচ্ছে সৌমিতৃষাকে। প্রমাণ করছেন, স্টাইলিং সম্পর্কে কতটা ওয়াকিবহাল এই অভিনেত্রী। চলুন দেখে নেওয়া যাক। (ছবি- ইনস্টাগ্রাম।

 

আজ আমরা সৌমিতৃষার নীল শাড়ি পরা দুটি লুক বেছে নিয়েছি। নীলের এক একটি শেডে সৌমিতৃষাকে এক একরকম লাগছে। কোনওটায় একটু বেশি সুন্দর লাগছে, কোনওটায় লাগছে চমৎকার। কিন্তু সৌমিতৃষাকে নীল রঙে যে কতটা সুন্দর দেখাতে পারে, তার ঝলক দেখতে পেয়েছি আমরা।

 

রয়্যাল ব্লু-তে ভীষণ সেক্সি একটি লুক ক্যারি করেছেন তিনি। আবার সামান্য সাবেকি ছোঁয়ায় অন্য একটি লুক সবার মন জয় করেছে।

 

সৌমিতৃষা সপ্তমীর সাজের জন্য অসাধারণ একটি শাড়ি বেছে নিয়েছিলেন। দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। একটি রয়্যাল ব্লু রঙের শাড়ি পরেছিলেন সৌমিতৃষা। সি থ্রু এই শাড়িটি ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকে তৈর করা হয়েছিল। শাড়িটি তাঁর লুকে বোল্ড টাচ দিয়েছিল।

 

বেশ বেশ ভালো দেখাচ্ছিল সবার প্রিয় মিঠাই রানিকে। এই শাড়ির উপর ভারী কাজ করা ছিল না। শুধুই সোনালি জরির ছোট ছোট মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল এই শাড়িতে। যা শাড়িটিকে একটি এলিগেন্ট টাচও দিয়েছিল।

এর সঙ্গে একটি গোল্ডেন শিমারি ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। হল্টার নেকলাইনের ব্লাউজে ছিল কাট অফ স্লিভ ডিটেলিং। সপ্তমীর সন্ধ্যায় একটি বোল্ড লুক ক্যারি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

 

পঞ্চমীতেও নীলের বিশেষ শেডের শাড়ি বেছে নিয়েছিলেন সৌমিতৃষা। এটিও ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকে তৈরি ছিল। দারুণভাবে এই শাড়িটি ক্যারি করেছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী।

 

নীল রঙের এই ট্রান্সপারেন্ট শাড়ির উপর সোনালি জরির বিশেষ মোটিফ নজর কাড়ছিল। গোল্ডেন বর্ডার শাড়ির সৌন্দর্য বাড়িয়েছিল। এর সঙ্গে সুন্দর ব্লাউজও পরেছিলেন সৌমিতৃষা।

একটি গোলাপি রঙের এলবো স্লিভ ব্লাউজ নীল শাড়ির সঙ্গে পরেছিলেন সৌমিতৃষা। যা তাঁর লুকে কনট্রাস্ট ডিটেলিং যোগ করেছিল। গোলাপি রঙের এই ব্লাউজে ডিপ নেকলাইনও ছিল। খুব ভালো দেখাচ্ছিল তাঁকে। আলাদা করে নজর কাড়ছিল তাঁর দুর্গামোটিফের নেকপিসটি।

 

ডান হাতে গোলাপি চুড়ি পরেছিলেন সৌমিতৃষা। এত উজ্জ্বল রঙের ভীষণ ঝলমলে লাগছিল মিঠাই রানিকে। খোলা চুল ও সুন্দর মেকআপে সৌমিতৃষার লুক ছিল দেখার মতো।কোনওভাবেই তাঁর দিক থেকে চোখ ফেরানো যাবে না।

একুশে সংবাদ/ ক.প্র/ রখ

Link copied!