AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বয়কটের ঘোষনা রনবীরের ‘ব্রহ্মাস্ত্র’ 


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:২৫ পিএম, ১৯ জুন, ২০২২
বয়কটের ঘোষনা রনবীরের ‘ব্রহ্মাস্ত্র’ 

 

সবে মাত্র মুক্তি পেয়েছে রনবীর কাপুর অভিনীত ছবির টিজার। আর তাতে সোর গোল ফেলে দিয়েছে রণবীরের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবির একটি দৃশ্যে রনবীর জুতা পরে মন্দিরে ঢুকার কারনে রেগে গেছেন তার ভক্তকূলের একাংশ। ছবি বয়কটের ডাক দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

দর্শকদের একাংশের মতে, টিজারের দেখানো ছবির একটি দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। পুরাণ, রোমাঞ্চ, সংস্কৃতির মিশ্রণে তৈরি এ ছবির টিজার মুক্তি পাওয়ার সাথেই সাথেই বেশ আগ্রহের জন্ম দিয়েছিল দর্শকদের মাঝে। ছবির নায়ক শিবা তিন শক্তি অগ্নি, পানি ও বায়ুর বলে বলীয়ান। সে হাওয়ায় উড়তে পারে। আগুন তাকে স্পর্শ করতে পারে না। এছাড়া পানিতেও রয়েছে তার অবাধ বিচরণ।

পরিচালকের আশা, কল্প-রহস্যের মোড়কে নতুন ধারার এই ছবি দর্শকের মন জয় করবে। কিন্তু ছবির শুরুতেই খেতে হলো ধাক্কা।

কিন্তু প্রশ্ন হলো কী ছিল সেই দৃশ্যে? ছবির শুরুতেই দেখা যায় রনবীর কাপুর জুতা পায়ে দিয়ে ঢুকছেন মন্দিরে। আর এতেই বাধে বিপত্তি। হিন্দু সমাজে মন্দিরে জুতা খুলে ঢোকার নিয়ম বহুদিনের। আর এই দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমনটাই মত দর্শকদের একাংশের।

অয়ন মুখোপাধ্যায় পরিচালক প্রায় নয় বছর প্রচেষ্টার পর তৈরি করেন ছবিটি। কিন্তু এমন বিতর্ক হুমকির মুখে ফেলে দিয়েছে ছবির ভবিষ্যৎ।

একুশে সংবাদ.কম/য.ট.র.খ

Link copied!