করোনা আক্রান্ত হলেন বলিউড স্টার অক্ষয় কুমার ৷ রবিবার সকালেই তিনি সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের কথা জানিয়ে দেন ৷ লেখেন যে, সব নিয়ম মেনে তিনি আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন ৷ প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরিষেবা নেবেন তিনি ৷ গত ক’দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সচেতন করেছেন অক্ষয় এবং বলেছেন সঠিকভাবে নিজেদের খেয়াল রাখতে ।
সম্প্রতি তিনি ব্যস্ত ছিলেন তাঁর ছবি রাম সেতুর শ্যুটিং-এ । তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন নুসরাত বারুচা, জ্যাকলিন ফার্নান্ডেজ ।
গত কয়েকদিনে বহু বলিউড তারকা করোনা আক্রান্ত হয়েছেন । যাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, গায়ক আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী ৷ করোনা আক্রান্ত হয় হাসপাতালে ভর্তিও হয়েছেন সচিন টেনডুলকার ৷
একুশে সংবাদ/কো/আ
আপনার মতামত লিখুন :