চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার সময় দেশে করোনাভাইরাস এবং ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেলেও পরীক্ষার পরিবেশ নিয়ে শঙ্কার কিছু নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "পরীক্ষাকেন্দ্রে এসে আমি দেখেছি, সবাই মাস্ক পরে এসেছে, পরীক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বসে পরীক্ষা দিচ্ছে। আমরা ডেঙ্গু মোকাবিলায়ও আগেভাগেই সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি।"
তিনি আরও বলেন, “স্বাস্থ্য সুরক্ষার দিকগুলোতে আমাদের প্রস্তুতি ভালো। তাই করোনা বা ডেঙ্গু নিয়ে এখনো পর্যন্ত কোনো আতঙ্ক বা শঙ্কার কিছু দেখছি না।”
একুশে সংবাদ/ জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

