AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জাতীয় বিশ্ববিদ্যালয়

অন ক্যাম্পাস স্নাতক কোর্স বন্ধ, কারণ দর্শানোর নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৫ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

অন ক্যাম্পাস স্নাতক কোর্স বন্ধ, কারণ দর্শানোর নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ইউজিসির দেয়া আদেশে ভর্তি কার্যক্রম পরিচালনার কারণ জানাতেও বলা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলেছে ইউজিসি।

 

নির্দেশনায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ২০ জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশন কর্তৃপক্ষের নজরে এসেছে।

 

ইউজির নির্দেশনায় বলা হয়- বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে সোমবার কমিশন কর্তৃপক্ষের সভায় সর্বসম্মতিক্রমে নেয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভর্তি কার্যক্রম বন্ধ ও কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!