AB Bank
ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নীলক্ষেতে অবরোধে সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৭ পিএম, ২৭ আগস্ট, ২০২৩
নীলক্ষেতে অবরোধে সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা।

 

রোববার (২৭ আগস্ট) এ কর্মসূচি পালন করতে গিয়ে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

 

এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, ঢাবির প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই সাতজন বিষপান করে অসুস্থ হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে সত্যতা পায়নি একুশে সংবাদ।

 

সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী বলেন, বিষপানের কথা গুজব। আমাদের আটজন এমনিতে অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনে যোগ দেন ৭ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আলম (২৪) তকিবুর রহমান বাপ্পি (২৪) সোনিয়া আক্তার (২৩) মাহফুজ (২৪) ও রাজিব (২২)। রোববার দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

 

চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে আসা শিক্ষার্থীদের কারও অবস্থা গুরুতর নয়।

 

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে কথা বলতে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হরেও তাকে পাওয়া যায়নি। 
 

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোতে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছেন। 

 

এর আগে শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএর শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে গণ-অনশন করার ঘোষণা দেন।

 

একুশে সংবাদ.কম/এসএপি
 

Link copied!