AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামী বাজেট বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে: অর্থমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:৩৩ পিএম, ১০ মার্চ, ২০২৪
আগামী বাজেট বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে: অর্থমন্ত্রী

ফাইল ফটো

আগামী বাজেট বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী। যেখানে মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি ও বেসরকারি খাতের উন্নয়ন।

রোববার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার ও সমকাল আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এসময় আসন্ন বাজেটে বেসরকারি খাতের প্রত্যাশা তুলে ধরেন উদ্যোক্তারা।

তারা বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করা না গেলে শিল্পের সক্ষমতা বাড়ানো যাবে না এতে বাধাগ্রস্ত হবে কর্মসংস্থান। তাই ব্যাংকিং খাতের ওপর  সরকারের অতি নির্ভরশীলতা কমাতে হবে।

ব্যাংকিং খাতে সুশাসন আনতে ইচ্ছাকৃত খেলাপি ও অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করে আইনের আওতায় আনার দাবি জানান উদ্যোক্তারা। রাজস্ব আদায় বাড়াতে করহার কমিয়ে করের আওতা বৃদ্ধির দাবিও উঠে আসে আলোচনায়।

এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আগামী বাজেটে হাইটেক শিল্পের বিকাশে সহায়তা দেয়া হবে।


একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

 

Link copied!