AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পতনে শেয়ারবাজার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৯ পিএম, ২৬ জানুয়ারি, ২০২২
পতনে শেয়ারবাজার

ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জানুয়ারি) পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।এদিন শেয়ারবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১ কোটি ৬৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের কার্যদিবস  ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ১৩ পয়েন্ট কমে  অবস্থান করছে ৭ হাজার ৩২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমেছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৬ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ১৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ২৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সিএসইতে আজ ২৬ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

একুশে সংবাদ/বাবু

Link copied!