শুক্রবার (৮ ডিসেম্বর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৩০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। এ সময় আটক করা হয়েছে ৪ জনকে।
এদিন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিজি ২৪৮ নম্বর ফ্লাইট। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিমানটিতে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে বিমানটিতে আবারও তল্লাশি চালানো হতে পারে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

