মাগুরার শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি আড়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সাব ডিলার ইউনিটের সভাপতি জিহাদ আলী মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ কবির সরদার, সদস্য মোল্লা মামুনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের কাছে সুলভ মূল্যে সার পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন খুচরা সার বিক্রেতারা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দেওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। নির্দিষ্ট ডিলারদের ওপর কৃষকরা নির্ভরশীল হয়ে পড়বেন, যা বাজারে সার সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করবে।
এ সময় সংগঠনের উপদেষ্টা জুলফিকার আলী বিশ্বাস বলেন, “আমাদের খুচরা সার ব্যবসায়ীদের কাছে কৃষকদের বিপুল পরিমাণ সার বাকি রয়েছে। সার বিক্রি বন্ধ হলে এ টাকা আর ফেরত পাওয়া সম্ভব হবে না। আমরা পথে বসে যাবো। তাই নতুন নীতিমালার আওতায় হলেও খুচরা বিক্রেতাদের সার বিক্রির অনুমতি দিতে হবে।”
বক্তারা দ্রুত সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

