“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় এবং সমবায়ীবৃন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নওশেদুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের সদস্য, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় সমবায়ীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখা সমবায়ী সংগঠন ও সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

