AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জমাদিউল আউয়ালের প্রথম জুমায় ভাঙ্গুড়ায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৫:০৬ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

জমাদিউল আউয়ালের প্রথম জুমায় ভাঙ্গুড়ায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

ইসলামি বর্ষপঞ্জির পঞ্চম মাস জমাদিউল আউয়ালের প্রথম জুমার নামাজে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল নামে।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের সময় উপজেলার মডেল মসজিদ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদ, চৌবাড়িয়া ভদ্রপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ঘুরে এমন দৃশ্য দেখা যায়। কোথাও কোথাও মসজিদের ভেতরে জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে অসংখ্য মুসল্লিকে।

মুসল্লিরা মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন— সিজদায় নত হয়ে মুখে মুখে উচ্চারণ করেন রাব্বুল আলামীনের মাহাত্ম্যের ঘোষণা।

নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা বলেন, জমাদিউল আউয়ালের প্রথম জুমা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। ইসলাম ধর্মে শুক্রবার বরকতময় দিন হিসেবে স্বীকৃত। তাই নতুন মাসের সূচনায় এই জুমা আত্মসমালোচনা, তওবা ও ইমান নবায়নের এক মহামুহূর্ত তৈরি করে।

নামাজের খুতবায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ জমাদিউল আউয়াল মাসের ফজিলত ও আমলের গুরুত্ব তুলে ধরেন। জুমার নামাজ শেষে মোনাজাতে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজি বলেন, “জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ ইবাদতের দিন। এদিনে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, খুতবা মনোযোগ দিয়ে শোনা ও সালাত আদায় করা— এসব আমল অত্যন্ত ফজিলতপূর্ণ। জমাদিউল আউয়ালের প্রথম জুমা কেবল একটি তারিখ নয়; এটি আমাদের মনে করিয়ে দেয়— জীবন ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমল চিরস্থায়ী।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!