কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পা-ওয়ালা কানি বকের দেখা মিলেছে। বকটির দুই পা স্বাভাবিক থাকলেও অন্য দুটি পা অস্বাভাবিক আকারের ছোট। চার পা-ওয়ালা এই বকের খবর পেয়ে দূর-দূরান্ত থেকে মানুষ তাকে দেখতে আসছেন।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের হাঁড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতেই দেখা মিলেছে এই কানি বকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে তিনি উপজেলার শহর ও গ্রাম গঞ্জে ছুটে বেড়ান। গত বুধবারও হাঁড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। পুকুরপাড়ের রাস্তা দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান, অন্যান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি—চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি। কৌশলে নিজ হাতে ধরে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন তিনি।
চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতার ভিড় লেগে থাকে।
দর্শনার্থী মো. আজগর আলী (৬০) জানান, “এ বয়সে অনেক বক দেখেছি, কিন্তু চার পা-ওয়ালা বক কখনও দেখিনি। এটি আল্লাহু পাকের ইচ্ছে।”
আব্দুর রশিদ বলেন, “বকটি প্রথমে দেখে আমি অবাক হই। খুব আগ্রহ জাগে, তাই কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। খাওয়ানোর জন্য বাজার থেকে মাছও আনি। বকটির যথেষ্ট যত্ন নেওয়া হয়।”
ফুলবাড়ি প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক বলেন, “এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক নামে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এর এমন অবস্থা হয়েছে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে