চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশ থেকে এগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলার ও ৪ নম্বর সাব পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মো. জাকা মোল্লার ইটভাটার পাশে অভিযান চালায়। এ সময় ইউএসএ-তে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে