ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির কর্মী সম্মেলন শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
গালাগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব (অবঃ সার্জেন্ট) রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার।
অন্যান্য বক্তারা ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজি আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, মোখলেছুজ্জামান মুকুল, শামীম তালুকদার, এড. নজরুল ইসলাম ইসমাঈল, গালাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার, মোঃ হাসিম উদ্দিন, গালাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আলী, রফিকুল ইসলাম মাষ্টার, আব্দুর রাজ্জাক মাষ্টার, মোখলেছুর রহমান মেম্বার, নুরুল আমিন, কামরুজ্জামান লিংকন, তারাকান্দা উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন, উপজেলা তাতীদলের নেতা আনোয়ার হোসেন ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জুয়েল, শামীম আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য মোবারক হোসেন, গালাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজাহারুল ইসলাম প্রমুখ।
সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণের খন্ড খন্ড মিছিল আসার মধ্য দিয়ে সম্মেলনের রূপ নেয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে