“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানে নওগাঁয় অনুষ্ঠিত হলো জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা অডিটোরিয়ামে এ সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
জেলা সুজন সভাপতি মোফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, যশোর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, সাংবাদিক ফরিদুল করিম তরফদার, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলি প্রমুখ।
সংলাপে নওগাঁ ছাড়াও বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার সুজন সদস্য, পেশাজীবী, নারী উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। এছাড়া ভোটাধিকার, বাকস্বাধীনতা ও নাগরিক মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, কোনো সন্ত্রাসী বা দাগি অপরাধী যেন রাজনৈতিক দলের আশ্রয়ে না যেতে পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সংসদ সদস্যদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণেরও দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার সরকার বলেন, “রাজনীতি হলো জনসেবা ও মানবসেবার পথ। রাজনীতির লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, কিন্তু বর্তমানে তা অনেকাংশে বিচ্যুত হয়েছে। এই ধারা বদলাতে হলে পরিচ্ছন্ন রাজনীতির বিকল্প নেই। জনকল্যাণমুখী রাজনীতিই পারে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে। আগামী নির্বাচন হতে হবে সেই ইতিবাচক পরিবর্তনের সূচনাবিন্দু।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে