নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কেন্দুয়া কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রাহকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া সিনিয়র ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ মোঃ ওবায়দুল ইসলাম খান ইমরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দুয়া ইউনিট ম্যানেজার মোঃ নাজমুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এমডি, জনাব আরফিন বাদল রনি। বিশেষ অতিথি ছিলেন ফজলুল হক, এজিএম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এবং বীর মুক্তিযোদ্ধা ব্রজ গোপাল সরকার, ব্রাঞ্চ ম্যানেজার, নেত্রকোনা মেট্রো।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের সেবা ও অর্থ সঞ্চয়ের লক্ষ্যে আরও বেশি মানুষকে পলিসি করার জন্য উৎসাহিত করছে। এই ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে গ্রাহকদের টাকা সঞ্চয় হবে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থ সুরক্ষিত থাকবে। এছাড়াও, পলিসিধারক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পূর্ণ বীমা টাকা প্রদান করা হয়।
সভা শেষে সিনিয়র ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ মোঃ ওবায়দুল ইসলাম খান ইমরান বলেন, “সোনালী লাইফ ইন্স্যুরেন্স এখন অনেক দূর এগিয়ে গেছে। বীমার মেয়াদ শেষ হওয়ার দিনই আমরা টাকা পরিশোধ নিশ্চিত করি, যার ফলে গ্রাহকদের আমাদের উপর পূর্ণ আস্থা গড়ে উঠেছে।”
একুশে সংবাদ/নে.প্র/এ.জে