AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীতে ২৩ বছর পর বিএনপি‍‍`র জেলা সম্মেলন


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৭:২৪ পিএম, ১ জুলাই, ২০২৫

পটুয়াখালীতে ২৩ বছর পর বিএনপি‍‍`র জেলা সম্মেলন

দীর্ঘ ২৩ বছর পর বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপি‍‍`র ত্রি-বার্ষিক সম্মেলন। পটুয়াখালী ব্যায়ামাগার মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হবে।এর আগে ২০০২ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল।

সম্মেলন ঘিরে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে। 

নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা যাচ্ছে। এ উপলক্ষে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা।জেলা আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, (ভার্চুয়ালি) বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।সঞ্চালনায় থাকবেন, সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি।

জেলা বিএনপি‍‍`র সূত্রে জানা গেছে, সম্মেলনে জেলার প্রায় ১৫ হাজার কাউন্সিলর অংশ নেবেন এবং জেলা উপজেলা নেতাকর্মীসহ  ১০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন।

 বিকেলে দ্বিতীয় অধিবেশনে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপি‍‍`র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর নাগাদ ১৪টি ইউনিটের প্রায় দেড় হাজার কাউন্সিলরের ভোটগ্রহণ শুরু হবে। ভোট শেষ হওয়ার পরপরই গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।ভোটগ্রহণ স্বচ্ছতার ভিত্তিতে করার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এরই মধ্যে প্রার্থীরা ফরম জমা দিয়েছেন।

এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৮ জন। যার মধ্যে সভাপতি পদে বর্তমান সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সম্পাদক রয়েছেন আইনজীবী, সাবেক ছাত্রনেতা ও দলীয় সংগঠনের দায়িত্বশীল নেতাদের কয়েকজন।

২০০২ সালের সর্বশেষ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও কুট্টি সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে ২০২০ সালে গঠিত হয় ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি।

 


একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!