AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাত পোহালেই চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদ



রাত পোহালেই চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার অর্ধশতাধিক গ্রামে আগামীকাল শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শুধু সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকি। এ উপলক্ষে কোরবানির পশু ক্রয়সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সাদ্রা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায়, যেখানে ইমামতি করবেন পীরজাদা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে, যেখানে ইমামতি করবেন মুফতি আরিফ চৌধুরী।

জানা গেছে, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সকাল সাড়ে ৮টা থেকে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

চাঁদপুর জেলার যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপিত হবে, তার মধ্যে রয়েছে:

  • হাজীগঞ্জ উপজেলা: সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা

  • ফরিদগঞ্জ উপজেলা: লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর

  • মতলব উত্তর উপজেলা: দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া উপজেলা

প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের প্রথা চালু করেন। তাঁর অনুসারীরা বর্তমানে চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে একই নিয়মে ঈদ পালন করে থাকেন।

 

একুশে সংবাদ/  চাঁ.প্র/এ.কে

Link copied!