AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে সন্ত্রাসি পীর আজাদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার



মৌলভীবাজারে সন্ত্রাসি পীর আজাদের বাসা থেকে  বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মৌলভীবাজার শহরের যুগিডর এলাকায় সন্ত্রাসী পীর আজাদের বাসা থেকে বিপুলপরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানা পুলিশের দ্বারা গতকাল মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খালিশপুর থেকে পুলিশ আসামি নিয়ে ফেরার পথে যুগিডর এলাকায় সন্ত্রাসী পীর আজাদের সহযোগী জুবের এক যুবককে মারধর করতে দেখতে পায়। ওই সময় মৌলভীবাজার মডেল থানার সাব ইন্সপেক্টর উৎপল পাল এগিয়ে গেলে সন্ত্রাসী জুবের পীর আজাদের বাসা থেকে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম পীর আজাদের বাসায় অভিযান পরিচালনা করে দা, বটি, চাইনিজ কুড়াল, রাম দা, কিরিজসহ বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, সন্ত্রাসী পীর আজাদের বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মৌলভীবাজার মডেল থানা সূত্রে জানা যায়, পীর আজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ থানায় অন্তত ৪টি মামলা রয়েছে।

 


একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!