সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন কুড়িগ্রামের উদীয়মান যুবক মোঃ হুমায়ুন কবির। কলকাতা ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন সার্ক কালচারাল ফোরাম প্রদত্ত এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হওয়ায় কুড়িগ্রামে বইছে আনন্দের বন্যা।
গত ২০ মে ঢাকার থ্রি স্টার হোটেল "অরনেট"-এ এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হুমায়ুন কবিরের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।
মোঃ হুমায়ুন কবির কুড়িগ্রাম পৌরসভার কবিরাজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ আব্দুল বাতেন ও মোছাঃ কহিনুর বেওয়ার ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুড়িগ্রাম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন, "আমি অত্যন্ত আনন্দিত। এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি কুড়িগ্রামবাসীর সম্মান। কাজের স্বীকৃতি মানুষের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই অর্জন আগামীতে সামাজিক ও মানবিক কাজের জন্য আমাকে আরও অনুপ্রাণিত করবে।"
এ অর্জনের জন্য কুড়িগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, এধরনের আন্তর্জাতিক স্বীকৃতি শুধু হুমায়ুন কবিরের নয়, বরং এটি কুড়িগ্রামের গর্ব এবং যুব সমাজের জন্য এক উদ্দীপনামূলক দৃষ্টান্ত।
অতিথিবৃন্দ অনুষ্ঠানে বলেন, “হুমায়ুন কবির একজন সমাজ সচেতন সংগঠক। তিনি তার সাংগঠনিক দক্ষতা ও মানবিক মনোভাব দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন। আমরা তার আরও সাফল্য কামনা করছি।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে