পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীর ওপর প্রস্তাবিত গলাচিপা সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের সাধারণ জনগণ।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা শহরের আড়ৎপট্টি খেয়াঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শাহ-আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া (এলএলবি), পৌর ইসলামী আন্দোলনের সভাপতি নাজমুল হুদা রিপন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাদল ।
বক্তারা বলেন, “গলাচিপা সেতু নির্মাণ হলে এ অঞ্চলের জনদুর্ভোগ কমে যাবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।” তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের জোর দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে গলাচিপা সেতুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
একুশে সংবাদ/প.প্র/এ.জে