AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইগাতীতে বন্যাদুর্গতদের ১৬০টি সেমিপাকা ঘর হস্তান্তর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৮ পিএম, ২৭ মে, ২০২৫

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইগাতীতে বন্যাদুর্গতদের  ১৬০টি সেমিপাকা ঘর হস্তান্তর

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়েছিল ১৫০০ গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মহতী উদ্যোগ। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে ১৬০টি সেমিপাকা ঘরের প্রতীকী চাবি হস্তান্তরের মাধ্যমে ঘর প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘরের বিবরণ:

প্রতিটি আধাপাকা ঘরে রয়েছে:

  • দুটি কক্ষ ও একটি বারান্দা

  • ঘরের মোট আয়তন: ১৯.৫ ফুট × ১৮.৫ ফুট

  • প্রতিটি কক্ষের আয়তন: ১১ ফুট × ৯ ফুট

  • ১টি দরজা ও ৫টি জানালা

  • ইন্ডাস্ট্রিয়াল টিনের চাল, নিচে গরম-শীত প্রতিরোধক ফোম ও জিপি বক্স

  • জানালায় ব্যবহৃত হয়েছে ২২ গেজের শীট, ৩ মিমি ফ্রেম বার ও ১০ মিমি স্কয়ার বারের গ্রীল

  • নির্মাণসামগ্রী হিসেবে ব্যবহার করা হয়েছে A-গ্রেড ইট, বালি, রড ও সিমেন্ট

  • প্রতি ঘরের নির্মাণ ব্যয়: মাত্র ২ লাখ ৮৫ হাজার টাকা

ঘরগুলোর নির্মাণের দায়িত্ব ছিল নির্বাচিত কনস্ট্রাকশন ফার্মগুলোর ওপর। তবে নির্মাণসামগ্রী সংগ্রহ এবং কাজের তদারকি করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিবেদিত কর্মী ও স্বেচ্ছাসেবকরা।

ভবিষ্যৎ পরিকল্পনা:

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শেরপুরে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য বন্যাদুর্গত জেলাগুলোতেও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুর্যোগকালীন সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসনসহ বিভিন্ন খাতে মানবিক কাজ করে আসছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!