বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা ব্রিজ সংলগ্ন ভূঁইয়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ মে) সকাল ৮টার দিকে নিজ ঘরের ভেতর কাঠের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
নিহত গৃহবধূর নাম মনোয়ারা বেগম (৪৫)। তিনি সাতলা নয়াপাড়া এলাকার মৃত ছালাম বালির স্ত্রী।
নিহতের মেয়ে ফাতেমা (১৪) জানান, সকাল ৮টার দিকে সে বাসা থেকে বাইরে যায়। পরে আনুমানিক ৯টার দিকে ফিরে এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের লোকজনের সহায়তায় জানালা দিয়ে দরজা খোলা হয়। ঘরের ভেতরে ঢুকে দেখা যায়, মনোয়ারা বেগম কাঠের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের ধারণা, নিহত মনোয়ারা বেগম দুই ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে বহুল পরিমাণে ঋণগ্রস্ত হন এবং পারিবারিক কলহের জেরে তিনি এই আত্মহত্যার পথ বেছে নেন।
উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ব.প্র/এ.জে