AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৫ পালিত



রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৫ পালিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ভূমি মেলা-২০২৫’।

রবিবার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল তাসবীর হোসেন,সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন ইউএনও সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার অগ্রগতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণ এখন সহজেই ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডিজিটাল সেবার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
 

 

একুশে সংবাদ/ ন.প্র /এ.জে

Link copied!