নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ভূমি মেলা-২০২৫’।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল তাসবীর হোসেন,সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন ইউএনও সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার অগ্রগতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণ এখন সহজেই ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।
আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডিজিটাল সেবার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ ন.প্র /এ.জে